—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বন্ধুদের সঙ্গে গিয়ে নিজের পছন্দে চুল কাটিয়েছিল ১৪ বছরের কিশোর। কিশোরের পরিবার সূত্রের খবর, বাড়ি ফিরতেই বকাবকি করেছিলেন বাবা। ভর্ৎসনা করেছিলেন মা-ও। কিছু ক্ষণের মধ্যে আবার সেলুনে গিয়ে কিশোর বদলে এসেছিল চুলের ছাঁট। তার পরেই বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ওই কিশোরের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, অভিমানে আত্মঘাতী হয়েছে সে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রামের ঘটনা।
মৃতের নাম উদয় দাস। বুধবার সে এলাকারই একটি সেলুনে গিয়ে চুল কাটায়। সেই নিয়ে বাবা বকাবকি করেন বলে অভিযোগ। বাবার বকুনি খেয়ে আবার চুল কাটিয়ে আসে সে। ফিরে আসার পরে কিছু ক্ষণের জন্য বাড়িতে একা ছিল ওই কিশোর। বাবা-মা বাড়ি ফিরতেই দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছে ছেলে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।