টুকরো খবর

পরীক্ষার দিনে বাস বন্ধ থাকায় চরম হয়রানির শিকার হতে হল পরীক্ষার্থীদের। সোমবার ছিল বিএ প্রথম বর্ষের জেনারেল কোর্সের বাংলা পরীক্ষা। কিন্তু বৃহস্পতিবার থেকে কৃষ্ণনগর-কালনাঘাট ভায়া শান্তিপুর ও কৃষ্ণনগর-রানাঘাট ভায়া শান্তিপুর রুটের বাস বন্ধ। শুক্রবার মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনও বাস বন্ধ থাকায় পরীক্ষার্থীদের চরম হয়রানির শিকার হতে হয়েছিল। কিন্তু তাতেও বিশেষ হেলদোল দেখা যায়নি প্রশাসনে। সোমবারও একই ভাবে বাস বন্ধ থাকায় শান্তিপুর কলেজে পরীক্ষা দিতে যাওয়া নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীদের চরম হয়রানি হতে হল। নবদ্বীপ বিদ্যসাগর কলেজের আধ্যক্ষ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “বাস বন্ধ থাকায় পরীক্ষার্থীদের তো কষ্ট হবেই। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা।”

Advertisement
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ০২:২১
Share:

বন্ধ বাস, ভোগান্তি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

পরীক্ষার দিনে বাস বন্ধ থাকায় চরম হয়রানির শিকার হতে হল পরীক্ষার্থীদের। সোমবার ছিল বিএ প্রথম বর্ষের জেনারেল কোর্সের বাংলা পরীক্ষা। কিন্তু বৃহস্পতিবার থেকে কৃষ্ণনগর-কালনাঘাট ভায়া শান্তিপুর ও কৃষ্ণনগর-রানাঘাট ভায়া শান্তিপুর রুটের বাস বন্ধ। শুক্রবার মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনও বাস বন্ধ থাকায় পরীক্ষার্থীদের চরম হয়রানির শিকার হতে হয়েছিল। কিন্তু তাতেও বিশেষ হেলদোল দেখা যায়নি প্রশাসনে। সোমবারও একই ভাবে বাস বন্ধ থাকায় শান্তিপুর কলেজে পরীক্ষা দিতে যাওয়া নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীদের চরম হয়রানি হতে হল। নবদ্বীপ বিদ্যসাগর কলেজের আধ্যক্ষ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “বাস বন্ধ থাকায় পরীক্ষার্থীদের তো কষ্ট হবেই। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা।” এ দিন বাস না পেয়ে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ম্যাজিক গাড়িতে করে অনেক বেশি টাকা ভাড়া দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়েছে। নদিয়া জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শশাঙ্ক বিশ্বাস বলেন, ‘‘আমাদের এক বাস চালককে এক লরির চালক বেধড়ক মারধর করেছে। আশঙ্কাজনক অবস্থায় সে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। তারই প্রতিবাদে বাস-শ্রমিকরা বাস চালাতে চাইছে না।” কিন্তু জেলা প্রশাসনের তরফে কি কিছুই করার ছিল না? জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক নীলেশ চক্রবর্তী বলেন, “যা বলার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব।”

Advertisement

বধূর ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা • কান্দি

এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম চায়না মিস্ত্রী (২১)। তিনি কান্দি থানার রণগ্রাম এলাকার বাসিন্দা। ওই মহিলার বাবা ফাল্গুনী দাসের অভিযোগ তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। তিনি জামাই উৎপল মিস্ত্রী-সহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সকলেই পলাতক। জানা গিয়েছে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল উৎপল-চায়নার। তাঁদের সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পণের জন্য মেয়ের উপর অত্যাচার করা হত বলে অভিযোগ ফাল্গুনীবাবুর।

সহবাসের সাজা

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সাত বছরের কারাদণ্ড হল এক যুবকের। তেহট্ট আদালতের অতিরিক্ত দায়রা বিচারক নরেন্দ্রনাথ দাশগুপ্ত এই রায় দেন। সরকারি আইনজীবী রেজাউল করিম মণ্ডল জানান, তেহত্তের বারনিয়া গ্রামের বিধান ঘোষ প্রতিবেশী এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেন। ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিধান বিয়ে করতে অস্বীকার করে। মেয়ের মা ২০১০ সালে তেহট্ট থানায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা করেন।

স্কুল পালিয়ে সিনেমা, পুলিশের হাতে ৭ ছাত্রী

স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। সেই মতো তৈরি ছিল জামা কাপড়ও। কিন্তু শেষ পর্যন্ত সব ভণ্ডুল হয়ে গেল। পুলিশের হাতে ধরা পড়ে বাড়ি ফিরতে হল কৃষ্ণনগরের সাত ছাত্রীকে। সপ্তম থেকে নবম শ্রেণির এই ছাত্রীরা বেথুয়াডহরি বালিকা বিদ্যালয় এবং মাতঙ্গিনী বালিকা বিদ্যালয়ে পড়ে। সোমবার নাকাশিপাড়ার বেথুয়াডহরি এলাকার সাত কিশোরী স্কুল যাবে বলেই বাড়ি থেকে বের হয়েছিল। পরনে ছিল স্কুলের পোশাক। কিন্তু তারা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল রঙিন পোশাকও। বাড়ি থেকে বেরিয়ে সোজা কৃষ্ণনগর যাওয়ার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যে তারা চলে যায় ধুবুলিয়া স্টেশনে। স্টেশনে পোশাক পরিবর্তন করতে গেলে অন্যান্য যাত্রীদের নজরে পড়ে যায় তারা। সন্দেহ হওয়ায় লোকজন খবর দেন রেল পুলিশে। ওই সাত ছাত্রীর সঙ্গে তাদের দুই বন্ধুকেও উদ্ধার করে পুলিশ। সবাইকে ফিরিয়ে দেওয়া হয় বাড়িতে।

বধূর অপমৃত্যু, ধৃত স্বামী-শ্বশুর

বিষক্রিয়ায় মৃত্যু হল এক বধূর। অভিযোগ, শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতা লালমুনা বিবির (২৪) শ্বশুরবাড়ি বেলডাঙা থানার সারগাছিতে। রবিবার সন্ধ্যায় বহরমপুর হাসপাতালে তাঁর মৃত্যুর পর বাবা কান্দির জীবন্তির বাসিন্দা আবুল কালাম শেখ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বেলডাঙা থানার পুলিশ মৃতের স্বামী বাকির আলি, শ্বশুর আব্দুল অদুদকে গ্রেফতার করে।

কিশোরের মৃত্যু

জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। তার নাম দেবাশিস দাসবৈরাগ্য (১৬)। সোমবার দুপুরে তেহট্টের জলঙ্গি নদীতে তলিয়ে যায় সে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, দেবাশিসের বাড়ি থানারপাড়ার ধোড়াদহ গ্রামে। তেহট্টে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। ওই দিন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে।

কোথায় কী

মঙ্গলবার দুপুর ৩টেয় নওদা ব্লক ভবনে জেলা পরিষদ ও ইফকোর উদ্যোগে চাষিদের মধ্যে চারা বিতরণ-সহ কৃষক সচেতনতা ও আলোচনা শিবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement