রানাঘাটে উদ্ধার শিশুশ্রমিক
রানাঘাট মহকুমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিশু শ্রমিক হিসাবে তিন জনকে উদ্ধার করল শ্রম দফতর। কিন্তু তাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে এলে বয়স বেশি থাকায় দু’জনকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চাইল্ড ওয়েলফয়ার কমিটির সভাপতি রিনা মুখোপাধ্যায় বলেন, “জন্ম শংসাপত্র অনুযায়ী দু’জনের বয়স ছিল ১৪ বছরের বেশি। তাই নিয়ম না থাকায় ওদের হোমে পাঠানো যাচ্ছে না। তবে একটি শিশুর বয়স আনুমানিক সাত বছর। তাকে আমরা হোমে পাঠানোর ববস্থা করছি।” সম্প্রতি পুলিশ ও চাইল্ড লাইনকে সঙ্গে নিয়ে শ্রম দফতরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিতান দের নেতৃত্বে একটি বিশেষ দল রানাঘাট মহকুমার বিভিন্ন এলাকায় হানা দেন। তাঁরা ফুলিয়া বাজারে একটি খাবারের দোকানে হানা দিয়ে দু’জনকে উদ্ধার করেন। দোকানের মালিক অবশ্য পলাতক। এছাড়াও তাঁরা রানাঘাট শহরের একটি বাজারের শৌচাগারে হানা দিয়ে আনুমানিক সাত বছর বয়সের একটি শিশুকে উদ্ধার করেন। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বাজার কমিটির চার জনের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কিশোরীর মৃত্যু
বছর চোদ্দোর এক কিশোরীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের দেবগ্রাম বাজারের কাছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম শোভন সাহা। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন রাত ন’টা নাগাদ নবম শ্রেণির ছাত্রী পুজা লাহা নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অভিযোগ, পড়শি যুবক শোভন ওই ঘটনায় জড়িত। মৃতার মা রুনুদেবীর জানান, বেশ কয়েক মাস ধরেই ওই যুবক ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় আক্রোশে ওই যুবক তাঁর মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে তাঁর দাবি। পুলিশের কাছে এই মর্মে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। যুবকের সন্ধানে তল্লাশি চলছে।
বিজ্ঞান কংগ্রেস
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আর্থিক সহায়তায় ২২ তম জেলা জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস আনুষ্ঠিত হল হরিণঘাটা থানার বড় জাগুলিয়ায়। শুক্রবার বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেন ভারতীয় বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা সংস্থা অধ্যাপক পার্থসারথি রায়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা ২৯টি বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শন করে। ওই বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক কো-অর্ডিনেটর তুষারকান্তি নাথ বলেন, “পড়ুয়াদের প্রদর্শিত আটটি প্রকল্প রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাবে।”
দুর্ঘটনায় মৃত
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গরু ব্যবসায়ীর। চারটি গরুও চাপা পড়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়া-ফারাক্কা বাদশাহী সড়কের উপর খড়গ্রাম থানার নগর বাজার সংলগ্ন এলাকায়। মৃতের নাম শাজাহান শেখ (৫১)। মুরিচা গ্রামের বাসিন্দা শাহাজান।
কোথায় কী
• নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সংগ্রহশালা: লোক আলপনার প্রদর্শনী। আয়োজনে পুরাতত্ত্ব পরিষদ ও আঁকিবুকি। বিকেল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা।
• চক্ষু পরীক্ষা শিবির: সোমবার নাটনা ডাকবাংলো প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আয়োজনে পাইওনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি। থাকবে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, দুঃস্থদের বস্ত্র ও মশারি দান। কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। দুঃস্থ মেধাবীদের বই বিতরণ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ধরি মাছ...। বহরমপুরে।