প্রতিনিধিত্বমূলক ছবি।
ওড়ার পরে আচমকাই নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান। তাতে সওয়ার ছিলেন তিন সরকারি কর্মী এবং বিমানের সাত জন কর্মী। ইন্দোনেশিয়ার প্রশাসন জানিয়েছে, সেটির খোঁজ চলছে। ইয়োগিয়াকার্তা থেকে উড়েছিল বিমানটি। গন্তব্য ছিল সুলাওয়েসি দ্বীপের মাকাস্সার।
ইন্দোনেশিয়ার মন্ত্রী সাক্তি ওয়াহিয়ু ট্রেনগোনো জানিয়েছেন, দেশের সমুদ্র এবং মৎস্য বিষয়ক মন্ত্রকের তিন কর্মী সেই বিমানে ছিলেন। সুলাওয়েসি দ্বীপে পর্যবেক্ষণ করতে যাচ্ছিলেন তাঁরা। শনিবার দুপুর ১টা (সে দেশের সময় অনুসারে)-র পর থেকে বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। বিমানের সঙ্গে শেষ বার যেখানে যোগাযোগ হয়েছিল, সেই মারোস রিজেন্সিতে খোঁজ চলছে। ওই এলাকাটি পাহাড়ি।
মাকাস্সারের তল্লাশি সংস্থার প্রধান অ্যান্ডি সুলতান জানান, একটি হেলিকপ্টার এবং একটি ড্রোন নামানো হয়েছে। বিমান প্রস্তুতকারী সংস্থা এটিআর জানিয়েছে, তারা এই ‘দুর্ঘটনার’ কথা জেনেছে। ফ্রান্সের সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ইন্দোনেশিয়ার অভিযানকারী দলের সঙ্গে রয়েছেন তাদের বিশেষজ্ঞেরা। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। দেশের মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য বিমানের উপরেই নির্ভর করেন। তবে সেখানে উড়ানের সুরক্ষা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। গত সেপ্টেম্বরে দক্ষিণ কালিমান্তানে ভেঙে পড়েছিল একটি কপ্টার। তাতে সওয়ার আট জনেরই মৃত্যু হয়।