— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পুজোর দিনে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। শনিবার রাতে মাঠ থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
পঞ্চমীর রাতে ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি (৫৭)। তিনি হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে কয়েকজন পরিচিত ব্যক্তি জিন্নাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তার পর আর বাড়ি ফেরেননি ওই ব্যক্তি। পরে বেশ রাতের দিকে গাড়াবাড়িয়া এলাকার একটি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তাঁদের দাবি, মৃত্যুর আগে অভিযুক্তদের নামও বলে গিয়েছেন জিন্নাত। ব্যবসায়ীর ছেলে রাকিব আনসারির কথায়, ‘‘দুপুরে বাবাকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তার পরেই এই ঘটনা। কী কারণে ঘটেছে তা জানি না। তবে বাবা কয়েকজনের নাম বলে গিয়েছেন। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করুক।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক কী কারণে এই খুন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। অভিযুক্তদের খোঁজ চলছে।