বাবু, Dnt mind, চাপ খাস না

চেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসা টেক্স দেখে চাপ খেয়ে গেল ঋতম। সরস্বতী পুজোয় ফেসবুকে কলেজের এক বন্ধুর ছবি দেখে সে ফিদা। লিখেছিল, “বাবু, Dnt mind, তোকে 1ta কথা বলি। তোর এই খেপচু বন্ধুটা কিন্তু খুব খারাপ নয়। আমায় একটু পাত্তা দিবি? Bt চাপ নিস না! Time নে। Inbox করিস।” 

Advertisement

দেবাশিস বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৬
Share:

—প্রতীকী ছবি।

Tmar 7te r9… 2mi amy ph ba msg krbe na… Ni8

Advertisement

চেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসা টেক্স দেখে চাপ খেয়ে গেল ঋতম। সরস্বতী পুজোয় ফেসবুকে কলেজের এক বন্ধুর ছবি দেখে সে ফিদা। লিখেছিল, “বাবু, Dnt mind, তোকে 1ta কথা বলি। তোর এই খেপচু বন্ধুটা কিন্তু খুব খারাপ নয়। আমায় একটু পাত্তা দিবি? Bt চাপ নিস না! Time নে। Inbox করিস।”

এটা তারই পাল্টা।

Advertisement

এ হেন বাংলাতেই আপাতত কথা বলছে ‘জেন ওয়াই’। এর সঙ্গে যাঁরা পরিচিত নন, তাঁরা জেনে নিন: প্রথম কথাটা হল, ‘তোমার সাথে আর নয়। তুমি আমায় ফোন বা মেসেজ করবে না। (গুড) নাইট। আর ঋতমের কথায় পরিষ্কার, ভালবাসাবাসির ব্যাপারে বাংলায় নব্য ‘বাবুবিলাস’ চলছে। ‘তুমি’ এখন আউটডেটেড, ‘তুই’ ইন। চ্যাটের সময়ে হড়বড়িয়ে লেখা হচ্ছে—ল্যাদ, ল্যাদখোর, চাপ, ঝাড়ি, ঝাক্কাস, ঝিনকু, ফাটাফাটি, লেভেল, ভাই, ঘেঁটে গেছি।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ নিয়ে বাঙালির যত আদিখ্যেতা তার সিকি ভাগ উৎসাহ যদি শুদ্ধ বাংলা বলা বা লেখা নিয়ে থাকত, তা হলে ভাষাটার এই চেহারা হতো না— আক্ষেপ করছেন তরুণ প্রজন্মের গল্পকথক সৌম্য মল্লিক।

নতুন বাংলা আড়মোড়া ভাঙছে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন