গ্রেফতার ২

প্রহৃত বিদ্যুৎকর্তা

নিয়ম বর্হিভূত ভাবে বিদ্যুতের অতিরিক্ত মাসুল নেওয়া হচ্ছে। এই দাবিতে বিদ্যুত দফতরের গোয়ালজান শাখায় বিক্ষোভ দেখালেন জনা কয়েক গ্রাহক। তাঁরা দফতরের সহকারি বাস্তুকার মহম্মদ মোবারক হোসেনের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন। বুধবার দুপুরে ওই বচসা চলাকালীন লোকজন আচমকা মোবারক হোসেনের উপর চড়াও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৭:৩৩
Share:

নিয়ম বর্হিভূত ভাবে বিদ্যুতের অতিরিক্ত মাসুল নেওয়া হচ্ছে। এই দাবিতে বিদ্যুত দফতরের গোয়ালজান শাখায় বিক্ষোভ দেখালেন জনা কয়েক গ্রাহক। তাঁরা দফতরের সহকারি বাস্তুকার মহম্মদ মোবারক হোসেনের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন। বুধবার দুপুরে ওই বচসা চলাকালীন লোকজন আচমকা মোবারক হোসেনের উপর চড়াও হয়। জখম ওই বাস্তুকার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে হাজির করানো হয়। সরকার পক্ষের আইনজীবী বিশ্বপতি সরকার জানান, সিজেএম পিনাকি মিশ্র ধৃতদের ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

প্রহৃত মহম্মদ মোবারক হোসেন বলেন, ‘‘গ্রাহকদের একে একে তাঁদের বক্তব্য জানাতে বলি। কিন্তু তা না শুনে ঘরের ভিতরে ঢুকে পড়েন। প্রতিবাদ করলে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দেন।’’

চাষিদের দাবি, বছর খানেক আগে ট্রান্সফর্মার পুড়ে যায়। বহু আবেদনেও দফতর থেকে ট্রান্সফর্মার মেলেনি। বাধ্য হয়ে তাঁরা ১৫-১৬ জন চাষি মিলে ট্রান্সফর্মার কেনেন। বিদ্যুৎ দফতর থেকে এক এক জনের নামে ৮০-৯০ হাজার টাকার বিল পাঠানো হয়। চাষিদের দাবি, এত বিল হওয়ার কোনও কারণ নেই। অনেকেই মাস কয়েক আগে বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছেন। তবুও তাঁদের নামে কয়েক হাজার টাকার বিল হয়েছে। এ সবের প্রতিবাদ করায় তাঁদের নামে মিথ্যা মামলা করেছে দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement