—প্রতীকী চিত্র।
বিয়ের প্রতিস্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস। পরে সেই প্রতিশ্রুতির দোহায় দিয়ে লাখ লাখ টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার এক সিভিক ভলান্টিয়ার।
নির্যাতিতার অভিযোগ, তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দীর্ঘ দিন ধরে তাঁর সঙ্গে সহবাস করেন। পরে সেই তরুণী বিয়ের কথা বলতে গেলে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এছাড়া মানসিক ও শারীরিক অত্যাচার করা হয় তাঁকে বলে জানান তরুণী। সেই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে তাঁকে খুন করার ও হুমকি দেন অভিযুক্ত।
পরবর্তীকালে নির্যাতিতা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সেই থানারই সিভিক ভলান্টিয়ারকে। বুধবার ধৃতকে আদালতে হাজির করানো হয়।