TMC

প্রয়াত বিধায়কের স্মরণসভায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ! নদিয়ার তেহট্টে গুরুতর জখম আট

সভা চলাকালীন দলেরই দু’গোষ্ঠীর বচসা গড়াল মারামারি, ইট ছোড়াছুড়িতে। বাঁশ নিয়ে হল হামলা। আর তাতেই জখম হয়েছেন বেশ কয়েক জন তৃণমূল কর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ২৩:৪৫
Share:

জখম হন একাধিক কর্মী। —নিজস্ব চিত্র।

প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার স্মরণসভা ও সাংগঠনিক বৈঠকে নদিয়ার তেহট্টে মঙ্গলবার সংঘর্ষ হয় দলেরই দুই গোষ্ঠীর মধ‍্যে। সভা চলাকালীন দলেরই দু’গোষ্ঠীর বচসা গড়াল মারামারি, ইট ছোড়াছুড়িতে। বাঁশ নিয়ে হল হামলা। আর তাতেই জখম হয়েছেন বেশ কয়েক জন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে গুরুতর জখম আট জনকে তেহট্ট মহকুমা হাসপাতাল থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

তৃণমূলের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে তেহট্ট বিধানসভার পাথরঘাটা-১ পঞ্চায়েতের সাহাবুদ্দিন মণ্ডল স্মৃতি হাইস্কুলে প্রয়াত বিধায়কের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিধায়কের পরিবার থেকে একাধিক নেতৃত্ব, পাশাপাশি স্থানীয় কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভা শুরুর পর থেকেই ওই চত্বরে উত্তেজনা ছিল। সূত্রের খবর, সভা শেষের কিছুটা আগে তৃণমূলের স্থানীয় এক নেতার বক্তব্যের পর বিশৃঙ্খলা শুরু হয়। অভিযোগ, এর পর ইট, বাঁশ দিয়ে মারামারি শুরু হয়। আর তাতেই জখম হন একাধিক কর্মী।

আহত তৃণমূল কর্মী সালাত শেখের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় বিরোধী দল করা লোকেদের দলে নেওয়া হচ্ছে। একই অঞ্চলে দু’জনকে অঞ্চল সভাপতি করে দেওয়া হয়েছে। যা থেকে গন্ডগোলের সূত্রপাত।

Advertisement

এ বিষয়ে তেহট্ট-১ ব্লকের তৃণমূলের সভাপতি সুকুমার মণ্ডল বলেন, “সভার শেষ মুহূর্তে উপস্থিত অনেকেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। যাঁরাই এ কাজ করেছেন, খারাপ করেছেন। তাঁরা কারা, সেটা দেখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement