ফ্যানে পুড়ে জখম মহিলা

মিড-ডে মিলের রান্নাকে কেন্দ্র করে দুই স্ব-স্বহায়ক গোষ্ঠীর হাতাহাতি ও গরম খাবার ছুঁড়ে মারার ঘটনায় জখম হলেন এক মহিলা। হরিহরপাড়া খানার জামালপুর ভজরামপুর জুনিয়র হাইস্কুলের সোমবারের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:৫৯
Share:

মিড-ডে মিলের রান্নাকে কেন্দ্র করে দুই স্ব-স্বহায়ক গোষ্ঠীর হাতাহাতি ও গরম খাবার ছুঁড়ে মারার ঘটনায় জখম হলেন এক মহিলা। হরিহরপাড়া খানার জামালপুর ভজরামপুর জুনিয়র হাইস্কুলের সোমবারের ঘটনা। গরম ভাতের ফ্যানে পুড়ে জখমের নাম তৃপ্তি হাজরা। তাঁকে বহরাণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। ঘটনায় হরিহরপাড়া খানায় লিখিত অভিযোগ দায়ের করে একটি গোষ্ঠী। হরিহরপাড়ার বিডিও রাজর্ষি নাথ জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement