BSF

বিএসএফের দুই জওয়ানের মধ্যে বচসা, মুর্শিদাবাদে গুলিতে জখম সহকর্মী

এক জওয়ান নিজের বন্দুক থেকে গুলি চালালেন অন‍্য জনকে লক্ষ্য করে। শনিবার রাতে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০১:২৭
Share:

জওয়ানের গুলিতে জখম জওয়ান। —প্রতীকী চিত্র।

কর্তব্যরত অবস্থাতেই বচসায় জড়িয়ে পড়েছিলেন বিএসএফের দুই জওয়ান। সেই বচসা এমন পর্যায়ে পৌঁছোয় যে, এক জওয়ান নিজের বন্দুক থেকে গুলি চালালেন অন‍্য জনকে লক্ষ্য করে। শনিবার রাতে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের ঘটনা।

Advertisement

অভিযোগ, পাহাড়ঘাঁটি এলাকায় জওয়ানের চালানো গুলিতেই জখম হয়েছেন অন‍্য জওয়ান। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনা প্রসঙ্গে বিএসএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement