নাবালিকাকে ধর্ষণ করে খুনের নালিশ

সোনিয়ার মা সুলেখা বিবির দাবি, ‘‘মেয়ে মাস দেড়েক আগে আমাকে জানিয়েছিল, মেমিন তাকে প্রায়ই নানা ভাবে কুপ্রস্তাব দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০১:১৫
Share:

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে সোনিয়া খাতুন (১৬) নামে ওই নাবালিকার দেহ মেলে ইসলামপুরের লোচনপুর গ্রামের একটি আমবাগান থেকে। মৃতার পরিবারের দাবি, সোনিয়া গ্রামেরই মৃণাল শেখের বাড়িতে শিশুর দেখভাল করত। ওই বাড়িতেই থাকত মৃণালের নাতি বছর উনিশের মোমিন শেখ। অভিযোগ, মোমিন প্রায়ই সোনিয়াকে কুপ্রস্তাব দিত। সোনিয়া তাতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাতে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। শুক্রবার সকালে মৃণালের বাড়ি লাগোয়া একটি আমবাগানে ঝুলতে দেখা যায় সোনিয়ার দেহ। ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান বলেন, ‘‘ খুনের অভিযোগ দায়ের হয়েছে। সব দিক খতিয়ে আমরা তদন্ত করছি।’’

Advertisement

সোনিয়ার মা সুলেখা বিবির দাবি, ‘‘মেয়ে মাস দেড়েক আগে আমাকে জানিয়েছিল, মেমিন তাকে প্রায়ই নানা ভাবে কুপ্রস্তাব দেয়। মেয়েকে বাড়ি ফিরিয়ে আনতে গেলে মৃণাল আপত্তি জানায়। তার কথা ফেলতে পারিনি। তাই আমার মেয়ের এমন পরিণতি হল। আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।’’ মৃণালের দাবি, ‘‘সোনিয়া আমাদের পরিবারের সদস্যের মতো থাকত। আমি নিজে এ ঘটনার তদন্ত চাইছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement