Money

‘আসছে টাকা, সতর্ক হোন’

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৩:৩৭
Share:

প্রতীকী ছবি।

উপভোক্তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের অর্থ দেওয়া হয়। বুধবার বিকেলে রাজ্য থেকে এমন প্রকল্পের সুবিধা দেওয়া হবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তার সূচনা করবেন। একই সঙ্গে জেলায় জেলায় এই ধরনের কর্মসূচি করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের পাঁচটি জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ওই পাঁচটি জেলা ছাড়াও রাজ্যের সব জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, এসপি, মন্ত্রী, সাংসদরা ছিলেন। সেখান থেকে এই কর্মসূচির কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Advertisement

জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেন, ‘‘কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেওয়া হয়। বুধবার রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও উপভোক্তাদের প্রাপ্য অর্থ দেওয়া হবে। এ ছাড়া উন্নয়নমূলক কাজে যে সব নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিয়েছেন তা করা হবে।’’ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নবান্ন থেকে অনলাইনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্লাবণের আশঙ্কা দেখা দিয়েছে। ফসলের ক্ষতি হতে পারে। তাই একশো দিনের কাজের প্রকল্প ও সেচ দফতরের সমন্বয়ে চাষের জমিতে জমা জল বের করার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ‘‘কৃষকবন্ধু প্রকল্পে কেউ যেন বঞ্চিত না হন তা দেখতে হবে।’’ একশো দিনের প্রকল্পে টাকা যাতে বকেয়া না থাকে তার নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন