coronavirus

আড়াইশো ছুঁতে চলেছে করোনা আক্রান্ত

গত মাস থেকেই নদিয়ায় সংক্রমণের হার ঊর্ধ্বগামী। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত নতুন করে ১৩ জন সংক্রমিত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ২১ জুন ২০২০ ০০:৪৬
Share:

প্রতীকী চিত্র

জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সংখ্যা এখন প্রায় আড়াইশো ছুঁই ছুঁই।

Advertisement

শনিবার সকাল পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গ্রামের সঙ্গে কল্যাণী, হরিণঘাটা পুর এলাকাতেও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তবে বীরনগর, কুপার্সের মতো পুর এলাকায় সংক্রমণের খবর নেই। এ ছাড়া অন্য পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা হাতেগোনা।

গত মাস থেকেই নদিয়ায় সংক্রমণের হার ঊর্ধ্বগামী। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত নতুন করে ১৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে হাসখালি, কালীগঞ্জ, রানাঘাট ১, রানাঘাট ২, তেহট্ট ১ ব্লক এবং কল্যাণী পুর এলাকা রয়েছে। জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও ক্রমশ থাবা বসাচ্ছে সংক্রমণ।

Advertisement

জেলার উত্তর প্রান্তে তেহট্টে সংক্রমণের হার সর্বাধিক। শনিবার সকাল পর্যন্ত তেহট্ট ১ ব্লকে ৪১ জন, তেহট্ট ২ ব্লকে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও চাকদহ ব্লকে ২১, রানাঘাট ২ ব্লকে ২৩, শান্তিপুর ব্লকে ১৪, হাসখালি ব্লকে ১২, কালীগঞ্জ ব্লকে ১১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও জেলার অন্য ব্লকে কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। জেলার শহরেও সংক্রমন ছড়িয়েছে। প্রথম দিকে বিপদ এড়াতে পারলেও সম্প্রতি কল্যাণী পুর এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। কল্যাণী শহরে শনিবার সকাল পর্যন্ত ১৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। হরিণঘাটা পুর এলাকায় এই সংখ্যা ১৭। বাকি পুর এলাকাগুলিতে অবশ্য সংক্রমণের হার অনেকটাই কম। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৬৭৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে এ দিন সকাল পর্যন্ত ১৫ হাজার ২৯৩ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন