Fake Notes Seized

বিএসএফের তাড়া খেয়ে ফের বাংলাদেশ পালালেন পাচারকারীরা, নদিয়া সীমান্তে উদ্ধার লক্ষ লক্ষ জালনোট

বিএসএফ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির কর্তব্যরত জওয়ানেরা আন্তর্জাতিক সীমান্তের কাছে ইছামতী নদীর ধারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাঁরা দেখেন, বাংলাদেশের দিক থেকে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে এগিয়ে আসছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯
Share:

৫০০ টাকার জালনোট উদ্ধার সীমান্ত থেকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার করল সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে বিএসএফের ১৯৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা মোট ৩ লক্ষ ৮ হাজার টাকার জালনোট পেয়েছে। উদ্ধার করা সমস্ত নকল টাকাই ৫০০ টাকার নোট। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির কর্তব্যরত জওয়ানেরা আন্তর্জাতিক সীমান্তের কাছে ইছামতী নদীর ধারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাঁরা দেখেন, বাংলাদেশের দিক থেকে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে এগিয়ে আসছেন। ভারতের দিকে লুকিয়ে থাকা সহযোগীদের হাতে কিছু জিনিসপত্র তুলে দেওয়ার চেষ্টায় ছিলেন তাঁরা।

সঙ্গে সঙ্গে সতর্ক হয় বিএসএফ। অন্য দিকে, বিপদ বুঝে চোরাকারবারীরা ঘন জঙ্গল দিয়ে ইছামতী নদী দিয়ে আবার বাংলাদেশের দিকে ফিরে যান। ওই এলাকা জুড়ে তল্লাশি চালায় বিএসএফ। জঙ্গলের মধ্যে একটি প্যাকেট খুঁজে পায় তারা। প্যাকেটটি খুলতেই পাওয়া যায় প্রচুর ভারতীয় টাকা। তবে পরীক্ষা করে দেখা যায়, সবই জালনোট। হিসাব করে দেখা গিয়েছে, মোট ৬১৬টি ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়েছে। সব মিলিয়ে ৩ লক্ষ ৮ হাজার টাকা মেলে।

Advertisement

বিএসএফের তরফে প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, উদ্ধার করা সমস্ত টাকাই জাল। পরবর্তী আইনি ব্যবস্থা এবং তদন্তের জন্য সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিএসএফের জনসংযোগ আধিকারিক জানান, জালনোটের চোরাচালান দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। তিনি বলেন, ‘‘বিএসএফ সীমান্ত দিয়ে কোনও অবৈধ কার্যকলাপ হতে দেবে না। সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। নদিয়ার এই ঘটনায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement