Arrest

জঙ্গি সন্দেহে নদিয়ার ধৃত যুবকের জেল হেফাজত!

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অসম পুলিশের ‘অপারেশন প্রঘাত’-এ গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডির আত্মীয় ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে বিপ্লব ওরফে আব্দুল্লাহের নাম উঠে আসে। তদন্তে দাবি করা হয়েছে, বিপ্লবের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬
Share:

— প্রতীকী চিত্র।

জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে নদিয়ার থানারপাড়া এলাকা থেকে গ্রেফতার যুবক বিপ্লব বিশ্বাসকে জেল হেফাজতে পাঠাল আদালত। গত বুধবার রাতে পশ্চিমবঙ্গ স্পেশ্যাল টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করার পর তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়। রবিবার বহরমপুর সিজিএম কোর্টে তাঁকে ফের পেশ করা হলে বিচারক বিপ্লবকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অসম পুলিশের ‘অপারেশন প্রঘাত’-এ গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডির আত্মীয় ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে বিপ্লব ওরফে আব্দুল্লাহের নাম উঠে আসে। তদন্তে দাবি করা হয়েছে, বিপ্লবের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে। গত কয়েক মাসে উত্তরবঙ্গ ও অসমে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তৎপরতা বেড়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এসটিএফ-এর দাবি, বাংলাদেশ ভিত্তিক এই সংগঠন পশ্চিমবঙ্গে সেল গঠনের চেষ্টা চালাচ্ছে। বিপ্লবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে।

বিপ্লবের পক্ষের আইনজীবী অভিযোগ করেছেন, ‘‘গ্রেফতারির সময় প্রক্রিয়া মানা হয়নি। আমার মক্কেলকে জেরা করার নামে হয়রানি করা হচ্ছে।’’ তবে সরকারি পক্ষের আইনজীবী বাকবুল ইসলাম বলেছেন, ‘‘গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।’’

Advertisement

উল্লেখ্য, গত মাসে অসম পুলিশ ABT-এর তিন সদস্যকে গ্রেপ্তার করে, যাদের কাছ থেকে বিস্ফোরক ও জঙ্গি কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য মিলেছিল। সেই সূত্রেই STF-এর নজরে আসে বিপ্লবের নাম। গোয়েন্দারা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement