বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্না, যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগ প্রেমিকের পরিবারের বিরুদ্ধে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২৩:৪৯
Share:

—প্রতীকী ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহিত মহিলা সঙ্গে দিনের পর দিন সহবাস! বিয়ের দাবিতে সেই পড়শি যুবকের বাড়িতে ধর্না দেন প্রেমিকাকে। সেই সময় তাঁকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি থানার বড় কাঁকড়ামারি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরে আক্রান্ত যুবতীকে মহিশাইল ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রেমিক-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকড়মারি গ্রামের বাসিন্দা নাবিউল শেখ ওরফে চয়নের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক এক পড়শি যুবতীর। বুধবার সকালে বিয়ের দাবিতে নাবিউল বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি। অভিযোগ, যুবতী বাড়ির সামনে ধর্নায় বসতেই আচমকা চয়নের পরিবারের লোকেদের বিরুদ্ধে তাঁকে বেধড়ক মারধর করা শুরু করেন। খবর পেয়ে যুবতীর পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সুতি থানায় অভিযোগ দায়ের করে পরিবার । যুবতীর দাবি, চয়ন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন দিনের পর দিন। বিয়ে কখন করবে বলতে গেলেই বেশ কয়েক দিন ধরেই ধমক দিচ্ছিলেন তিনি। এর পরেই তাঁর বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement