রিপোর্ট তলব ডিএমের

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কী ধরনের খামতি রয়েছে? জেলার বড় হাসপাতালগুলি ঘুরে সে বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা।

Advertisement
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০১:৩৯
Share:

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কী ধরনের খামতি রয়েছে? জেলার বড় হাসপাতালগুলি ঘুরে সে বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা। সোমবার দুপুরে জেলাশাসক মুখ্যস্বাস্থ্য আধিকারিক, দমকল, পূর্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।

Advertisement

স্থির হয়, কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, জেলার দু’টি মহকুমা হাসপাতাল এবং তিনটি স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রিপোর্ট দিতে হবে। মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের দিন এখনও ঠিক হয়নি। বাকি ৬টি হাসপাতালে পরিদর্শন চলতি মাসের মধ্যেই সেরে ফেলতে হবে বলে জেলাশাসক নির্দেশ দেন। সুমিত গুপ্তা বলেন, “স্বাস্থ্যদফতর, দমকল, পূর্ত দফতরকে যৌথ ভাবে হাসপাতালগুলি পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সমস্যা সমাধান করা হবে।”

এরপর জেলার ওই সব হাসপাতালের সুপার, ওয়ার্ড মাস্টার অন্যান্য কর্মী, বিএমওএইচদের নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে আলোচনাচত্রের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement