ফের চাঁদার জুলুম, প্রহৃত লরি চালক

ফের চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে লরি চালককে মারধরের অভিযোগ উঠল। এর আগে গত ৩০ অগস্ট দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় বাঁশ দিয়ে মেরে লরি চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্যদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৭
Share:

ফের চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে লরি চালককে মারধরের অভিযোগ উঠল। এর আগে গত ৩০ অগস্ট দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় বাঁশ দিয়ে মেরে লরি চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্যদের বিরুদ্ধে।

Advertisement

শুক্রবার গভীর রাতের ঘটনায় অবশ্য সিটু অনুমোদিত জনপথ মজদুর পরিবহন ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পরেই অবশ্য ওই রাতেই জাতীয় সড়কের উপরে বিক্ষিপ্ত ভাবে লরি দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন লরি চালকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ওই ঘটনার জেরে শনিবার সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তির মুখে পড়েন সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রীরা।

বহরমপুর পঞ্চাননতলা রেলগেটের পশ্চিম পাড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে শুক্রবার গভীর রাতে চাঁদা তোলার সময়ে দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করেন এক লরি চালক। সেই সময়ে ওই লরি চালককে লাঠি দিয়ে মেরে কপাল ফাটিয়ে দেওয়া হয় বলে সিটু’র বিরুদ্ধে অভিযোগ। এ প্রসঙ্গে সিটু অনুমোদিত জনপথ মজদুর পরিবহন ইউনিয়নের সম্পাদক দেবাশিস গুহ বলেন, ‘‘তৃণমূলের লোকজন রেলগেটের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আমাদের সংগঠনের কার্যালয় পর্যন্ত চলে এসে প্রতি দিন চাঁদা তুলছে। ফলে আমাদের সংগঠনের সদস্যরা লরি চালককে মারধর করেছে বলে মনে করেছে। এর আগে চালককে মারধরের ঘটনার পর থেকে আমরা চাঁদা তোলা বন্ধ করে দিয়েছি।’’

Advertisement

পাল্টা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ‘‘সিটুর কোনও সংগঠন নেই। কয়েক জন মদ্যপকে দিয়ে জোর করে চাঁদা তুলছে। চাঁদা দিতে অস্বীকার করায় মেরে কপাল ফাটিয়ে দেওয়ার পাশাপাশি চালকের টাকাও ছিনতাই করে নিয়েছে তারা। এটা শ্রমিকদের কাছে অত্যন্ত লজ্জার ঘটনা।’’

প্রসঙ্গত, বিশ্বকর্মা পুজো উপলক্ষে গত দেড় মাস ধরে বহরমপুরের পঞ্চাননতলা রেলগেটের পূর্ব ও পশ্চিম পাড় মিলিয়ে মোট চার জায়গায় বিশ্বকর্মা পুজোর চাঁদা তুলছে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের শ্রমিক সংগঠনগুলি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন