স্কুটি থেকে উদ্ধার মাদক। — নিজস্ব চিত্র।
বৃষ্টির রাতে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ওই রাস্তায় আগেই ওৎ পেতে বসেছিল পুলিশ। স্কুটির আরোহীদের গতিবিধিতে তাদের সন্দেহ হয়। শনিবার রাতে স্কুটি থামিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই মাদকের খোঁজ পায় পুলিশ। উদ্ধার হয় ২৮৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ান সরাই এলাকার ঘটনা।
মাদক পাচারের অভিযোগে ধৃতেরা হলেন তহিদুর রহমান এবং আবু হেনা। দু’জনেরই বাড়ি লালগোলা থানা এলাকায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মাদক পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। ধৃতদের রবিবার আদালতে হাজির করানো হয়েছে।
মুর্শিদাবাদেই অন্য একটি অভিযানে, ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এক যুবককে গ্রেফতার করেছে সাগরদিঘি থানার পুলিশ। ধৃতের নাম আলিমুদ্দিন শেখ। রবিবার রাতে সাগরদিঘি থানার মোরগ্রাম ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। রবিবার ধৃতকে বহরমপুরের বিশেষ আদালতে হাজির করানো হয়েছে।