Duare sarkar

টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলেই দুয়ারে সরকার প্রকল্পের শিবির! তেহট্টে বিতর্ক

পরীক্ষা চলাকালীন ওই স্কুলে দুয়ারে সরকার প্রকল্পের শিবির খোলা হয়েছে বলে অভিযোগ। যার জেরে মানুষের কোলাহলের মধ্যেই পরীক্ষা দিতে হল পড়ুয়াদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২৩:০৯
Share:

স্কুল চত্বরে দুয়ারে সরকার প্রকল্পের শিবির। নিজস্ব ছবি।

স্কুলে মাধ্যমিকের জীবন বিজ্ঞান আর উচ্চ মাধ্যমিকে রাষ্ট্র বিজ্ঞানের টেস্ট পরীক্ষা চলছে। সেই সময়েই স্কুল চত্বরের সামনে লম্বা লাইন। তুমুল হইচই। বুধবার এমনই ছবি দেখা গেল নদিয়ার তেহট্ট শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয় চত্বরে।

Advertisement

পরীক্ষা চলাকালীন ওই স্কুলে দুয়ারে সরকার প্রকল্পের শিবির খোলা হয়েছে বলে অভিযোগ। যার জেরে মানুষের কোলাহলের মধ্যেই পরীক্ষা দিতে হল পড়ুয়াদের। এই সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকেরা। রমজান বিশ্বাস নামে এক অভিভাবক বলেন, ‘‘পরীক্ষার সময় এমনিতেই হাজারো বিধি-নিষেধ থাকে। তার মধ্যে সরকারি উদ্যোগে এ রকম কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে পরীক্ষা নেওয়ার কী মানে?’’

এ দিকে, পরীক্ষার সময়েই যে দুয়ারে সরকার হচ্ছে, তা জানেনই না স্কুল কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, এই ঘটনায় তিনিও বিরক্ত বলেই জানালেন স্কুল পরিচালন সমিতির সভাপতি অনুরাধা রায়। তাঁর কথায়, ‘‘এটা একেবারেই ঠিক নয়। যদি দুয়ারে সরকার করতেই হয়, তবে স্কুল ছুটির দিনে করাই ভাল। এতে তো পড়াশোনার ভীষণ ক্ষতি।’’

Advertisement

তবে বিডিওর বক্তব্য, স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার টেস্ট পরীক্ষার বিষয়টি আগে থেকে জানালে দুয়ারে সরকার প্রকল্পের শিবির অন্য কোথাও করা যেত। তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিও বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষ যদি আগে জানাতেন, তা হলে স্থান পরিবর্তন করা যেত। তবে আমি খোঁজ নিয়ে যত দূর জেনেছি, ছাত্র-ছাত্রীদের তেমন অসুবিধা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন