শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল মুর্শিদাবাদে

বছরের প্রথম বিকেলেই বৃষ্টি এল মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। কোথাও বা বৃষ্টির সঙ্গে ঝড়ল শিলা। আচমকা এমন শিলাবৃষ্টিতে আম-লিচুর ক্ষতির সম্ভাবনা দেখছেন চাষিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০০:৪৭
Share:

শিলাবৃষ্টি। সমশেরগঞ্জে।

বছরের প্রথম বিকেলেই বৃষ্টি এল মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। কোথাও বা বৃষ্টির সঙ্গে ঝড়ল শিলা। আচমকা এমন শিলাবৃষ্টিতে আম-লিচুর ক্ষতির সম্ভাবনা দেখছেন চাষিরা।

Advertisement

ফরাক্কা থেকে সাগরদিঘি, কিংবা লালগোলা-ভগবানগোলা এলাকায় এ দিন বিকেল থেকে আকাশ কালো করে মেঘ, খানিক পরেই শুরু হল বৃষ্টি ফরাক্কার বেশ কিছু এলাকায় মিনিট পনেরোর শিলাবৃষ্টিতে ঝরে গিয়েছে আমারে মুকুলও। ক্ষতি হয়েছে পেঁয়াজেরও।

মুর্শিদাবাদের জেলা উদ্যান পালন দফতরের সহকারী উদ্যানবিদ শুভদীপ নাথও এই শিলাবৃষ্টির মধ্য়ে ক্ষতির আঁচ পাচ্ছেন। তিনি বলেন, ‘‘এ বারে আম ও লিচুর ভাল মুকুল এসেছিল। এক পশলা বৃষ্টি হলে ভালই হত। তবে, শিলা পড়ায় ফলের ক্ষতি হতে পারে। আমা লিচুর সঙ্গে পেঁয়াজের ক্ষতিরও যথেষ্ট সম্বাবনা রয়েছে।” তবে, এই বৃষ্টি যে গত কয়েক দিনের অসহনীয় হয়ে ওঠা দাবদাহ কিছুটা কমবে তা নিয়ে সংশয় নেই। স্থানীয় গ্রামবাসীরা সে কথাও বলছেন বার বার।

Advertisement

ফরাক্কার দিকে বর্ষণ থেমে যাওয়ার পরে মেঘ উড়ে আসে ভগবানগোলা এলাকায়। ভগবানগোলা এলাকায় আম লিচুর ফলন কম নয়। তবে সেখানে শিলাবৃষ্টি তেমন জোরাল হয়নি বলেই জানা গিয়েছে। বরং অঝোর বৃষ্টি হয়েছে অন্তত আধ ঘণ্টা ধরে। তাতে, ক্ষয় ক্ষতি নয়, বরং স্বস্তির আবহ ফিরেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন