Patient's Death Row in Murshidabad Medical College

বিষ খেয়ে ‘বিফল’, হাসপাতালের শৌচালয়ে গিয়ে গলায় গামছা দিয়ে আত্মঘাতী মুর্শিদাবাদের রোগী!

হাসপাতাল সূত্রের খবর, মৃতের নাম সাফাতুল্লা শেখ (৫৫)। মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা ওই প্রৌঢ় দিন দুয়েক আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:২৪
Share:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শৌচাগার থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল। —ফাইল চিত্র।

হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত দেহ। রবিবার সকালে এই ঘটনা ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল রোগীর পরিবার। জানা যাচ্ছে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা ওই রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি আবার হাসপাতালের শৌচাগারে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কি না, সেই প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, মৃতের নাম সাফাতুল্লা শেখ (৫৫)। মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা ওই প্রৌঢ় দিন দুয়েক আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু সাফাতুল্লার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। রবিবার হাসপাতালের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রের খবর, রবিবার সকালে সাফাতুল্লাকে বেডে দেখতে না পেয়ে খোঁজ করেন হাসপাতালের কর্মীরা। একটি শৌচালয়ের দরজা বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়। বেশ কিছু ক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভাঙেন তাঁরা। দেখা যায়, শৌচালয়ের জানলার গ্রিল থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই রোগী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।

Advertisement

পরে বহরমপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়েছে দেহ। কী ভাবে মৃত্যু হল ওই রোগীর, তার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement