হুমায়ুনের স্মারকলিপি

বেশ কিছু দাবিতে শক্তিপুর থানায় স্মারকলিপি জমা দিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী হুমাযুন কবীর। কিছু অনুগামী নিয়ে রবিবার শক্তিপুর থানায় হাজির হন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০০:৪৪
Share:

বেশ কিছু দাবিতে শক্তিপুর থানায় স্মারকলিপি জমা দিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী হুমাযুন কবীর। কিছু অনুগামী নিয়ে রবিবার শক্তিপুর থানায় হাজির হন তিনি। স্থানীয় সোমপাড়া ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তাঁর স্বামীকে কিছু দুষ্কৃতী সম্প্রতি মারধর করে বলে অভিযোগ। হুমায়ুনের অনুগামীদের দাবি, গোটা ঘটনা পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্মারকলিপিতে এলাকায় শান্তি ফেরানো, পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে ছিলেন বেলডাঙা ২ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বামদেব দত্ত এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য ওই কর্মসূচিতে অনুমোদন নেই বলে দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement