Murder

প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ অবস্থায় ধরা পড়েছিলেন স্ত্রী! রাগের বশে নদিয়ায় যুবককে খুনের স্বামীর

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে রনজিতের উপর চড়াও হন অমরেশ। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রণজিৎ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ২০:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন স্বামী! অভিযোগ, রাগে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুন করেন যুবক। নদিয়ার ভীমপুরের ঘটনা। ইতিমধ্যে তিন জনকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে অন্য কোনও রহস্য কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রণজিৎ সর্দার। তাঁর বয়স ২৭ বছর। নদিয়ার ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ময়দানপুরের বাসিন্দা ওই যুবক। স্থানীয়দের দাবি, ওই এলাকারই বাসিন্দা অমরেশ বিশ্বাসের স্ত্রী সাধনার সঙ্গে সম্পর্ক ছিল রণজিতের। তা জানাজানি হওয়ায় অমরেশ এবং তাঁর স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল দীর্ঘ দিন ধরে। অভিযোগ, শুক্রবার দুপুরে বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখেন অমরেশ। তাতেই মেজাজ হারান তিনি।

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে রনজিতের উপর চড়াও হন অমরেশ। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রণজিৎ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় রণজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরেশ, সাধনা এবং তাঁদের ছেলেকেও আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement