Hanskhali Murder Case

বিডিও অফিসের সামনে হত্যাকাণ্ড! ধারালো অস্ত্রের কোপে মৃত্যু যুবকের, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার হাঁসখালিতে

জানা যাচ্ছে, কৃষ্ণনগর জেলা হাসপাতালে অস্ত্রোপচারের তোড়জোড়ের মধ্যে মারা যান যুবক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভরদুপুরে বিডিও অফিসের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার হাঁসখালিতে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ইনসান মণ্ডল। বয়স ২৭ বছর। বাড়ি ফিরছিলেন ইনসানের ভাই মল্লিক মন্ডল ও তাঁর সঙ্গীরা। হঠাৎ তাঁদের চোখ যায় ইনসানকে ধারালো অস্ত্র নিয়ে কোপাচ্ছেন সুদীপ সর্দার নামে এক স্থানীয় যুবক। তাঁরা ইনসানকে রক্ষা করতে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

জানা যাচ্ছে, কৃষ্ণনগর জেলা হাসপাতালে অস্ত্রোপচারের তোড়জোড়ের মধ্যে মারা যান যুবক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

কিন্তু কী কারণে এই হামলা, তা নিয়ে ধন্দে নিহতের পরিবারও। মৃতের ভাই জানান, শুক্রবার রাতে একটি জলসায় গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফিরতে রাত হয়েছিল। সকালে দাদা কাজে যাননি। কিন্তু কী কারণে তাঁর দাদাকে খুন করা হল, তিনি কিছুই জানেন না। ব্যক্তিগত শত্রুতা থেকে এই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। চলছে অভিযুক্তের খোঁজ। ইনসানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement