সন্ন্যাসিনী ধর্ষণ কাণ্ডে ধৃত সালিম শেখ, খালেদার রহমান মিন্টু ওরফে ফারুক এবং গোপাল সরকার জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাদের আবারও ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার তাদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হলে এসিজেএম শুভঙ্কর বসু ওই নির্দেশ দেন। তবে এ দিন নজরুল ইসলাম ওরফে নজু, মিলন সরকার ও ওহিদুল ইসলাম ওরফে বাবুকে হাজির করানো হয়নি।