অনুব্রতের মুখে ‘কালকেউটে’

গাংনাপুরের শিরিষনগর মাঠে রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভায় এসেছিলেন নদিয়ায় দলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অনুব্রত মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ০৫:২০
Share:

নিজস্ব চিত্র

চড়াম-চড়াম, নকুলদানার পরে এ বার অনুব্রত মণ্ডলের বক্তৃতায় এল ‘কালকেউটে!’

Advertisement

শনিবার বিকেলে গাংনাপুরের শিরিষনগর মাঠে রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভায় এসেছিলেন নদিয়ায় দলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অনুব্রত মণ্ডল। সেখানে বক্তৃতায় কারও নাম না করেই তিনি বলেন, ‘‘ওরা কালকেউটে। দেখলেই মাথায় আঘাত করবেন। যেখানে যা হবে বুঝে নেব।’’ জনসভা শেষে আলাদা করে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কালকেউটে মানে কি তিনি বিরোধীদের বোঝাতে চেয়েছেন? অনুব্রত উত্তর দেন, ‘‘কোনও দলকেই বোঝাতে চাইনি। জেলায় অনেক সাপ আছে। তাদের কথা বলেছি।’’

তবে তিনি এর বেশি কিছু না-বললেও জেলার রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, তিনি ইঙ্গিতে বিরোধীদের উপর হামলা করার কথা বলেছেন। এর আগে তাঁর ‘নকুলদানা’ দেওয়ার মন্তব্য নিয়েও বিতর্ক হয়েছে। বিরোধীরা দাবি করেছিলেন, নকুলদানা অর্থে তিনি বন্দুকের গুলি বুঝিয়েছেন। অনুব্রত নিজে দাবি করেছেন, নকুলদানা হল প্রসাদ। এ দিনও তিনি মঞ্চ ছাড়ার আগে দলীয় কর্মীরা বলতে থাকেন, ‘‘কিছু নিদান দিয়ে যান।’’ তাতে অনুব্রত বলেন, ‘‘প্রচারের সময় নকুলদানা ও ধূপকাঠি নিয়ে যাবেন। যে যেমন ব্যবহার করবে তেমন ব্যবহার করবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement