এ বার প্রার্থী জানাবেন ফেসবুক অ্যাকাউন্ট

জেলাশাসক পি উলাগানাথন বলেন, ‘‘প্রার্থীরা যাতে নির্ভুল ভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন সে জন্য আগেই সর্বদলীয় বৈঠক ডেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিষয় হাতে কলমে শেখানো হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০৫:১৩
Share:

নির্বাচন ঘোষণার পরে রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করেছে। জোর কদমে প্রচারও চলছে। কেন্দ্রীয় বাহিনী শুরু করেছে রুটমার্চ। মুর্শিদাবাদ জেলার তিনটি কেন্দ্রে ভোট হবে দু’দফায়। আজ, বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। বহরমপুর কেন্দ্রের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ২ এপ্রিল থেকে।

Advertisement

জেলাশাসক পি উলাগানাথন বলেন, ‘‘প্রার্থীরা যাতে নির্ভুল ভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন সে জন্য আগেই সর্বদলীয় বৈঠক ডেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিষয় হাতে কলমে শেখানো হয়েছে।’’

জেলা প্রশাসনের এক কর্তা জানান, এ বারে মনোনয়নপত্রে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রার্থীর অ্যাকাউন্ট থাকলে সে বিষয়ে মনোনয়নের সময় প্রার্থীকে জানাতে হবে। ইভিএমে প্রার্থীর ছবি থাকবে। ফলে ছবি জমা দিতে হবে। সরকারের কাছে কিছু বকেয়া থাকলে তাঁর হিসেব দিতে হবে। এছাড়া প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা যেমন মনোনয়নপত্রে জানাতে হবে, তেমনি সংবাদপত্রে ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমে তিনটি পৃথক দিনে বিজ্ঞাপন দিয়ে জনগণকে জানাতে হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মনোনয়নপত্র প্রত্যাহারের পরের দিন থেকে ভোটের দু’দিন আগে পর্যন্ত প্রার্থীকে তিন দিন বিজ্ঞাপন দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা বিচারাধীন ফৌজদারি মামলা বা বিচার প্রক্রিয়া শেষ হওয়া ফৌজদারি মামলার বিষয়ে জানাতে হবে।

একই ভাবে তিন দিন বিজ্ঞাপন দিতে হবে। বিচারাধীন মামলা কোন আদালতে চলছে, মামলার নম্বর কত, কি অবস্থায় মামলা রয়েছে, কোন ধারায় মামলা রয়েছে, সেই মামলার সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। কি ভাবে বিজ্ঞাপন দিতে হবে তা-ও নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আবার রাজনৈতিক দলগুলিকেও তাদের দলের সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন