Long Covid

COVID-19: সেরেও সারছে না, লং-কোভিডে চিন্তা

বহরমপুরের বক্ষরোগ বিশেষজ্ঞ জয়দীপ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘কোভিড থেকে সুস্থ হলেও অনেকের শরীরের তার ছাপ রেখে গিয়েছে।

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

বহরমপুর শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৬:৫৯
Share:

প্রতীকী ছবি।

করোনা সংক্রমণ ধীরে ধীরে থিতু হতে মানুষও স্বাভাবিক ছন্দে ফিরেছেন। কিন্তু যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁরা সুস্থ হলেও তাঁদের অনেকের শরীরে করোনা ছাপ রেখে গিয়েছে। তাঁদের অনেকেই ৭-৮ মাস আগে করোনাকে জয় করলেও তাঁদের শরীরে অন্য রোগ চেপে বসেছে। বুক ধরফড়ানি থেকে শুরু করে শ্বাসকষ্ট, ঠান্ডা সারতে না চাওয়া, ইনহেলার বা অক্সিজেন এখনও নিতে হচ্ছে, মানসিক অবসাধ, হার্টের নানা ধরনের রোগ তাঁদের শরীরে বাসা বেঁধেছে। আর এই ধরনের ‘লং কোভিডে’র উপসর্গ নিয়ে অনেকেই সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসকদের চেম্বারে আসছেন।

Advertisement

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল বলছেন, ‘‘করোনা জয়ী হওয়ার পরেও (পোস্ট কোভিড) নানা উপসর্গ দেখা দিচ্ছে। অনেকেই সে সব উপসর্গ নিয়ে হাসপাতালে যোগাযোগ করছেন। আমরা তাঁদের চিকিৎসাও করছি।’’ তাঁর পরামর্শ, ‘‘করোনা জয়ী হওয়ার পরে যদি শরীরে অন্য রোগের উপসর্গ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসা করান। সকলকে টিকা নিতে হবে।’’

জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, ‘‘চিকিৎসকদের অনেকেই করোনা জয়ী হয়েছেন। তাঁদেরও কারও কারও শরীরে লং কোভিডের উপসর্গ দেখা দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে চিকিৎসকেরা সে সবের চিকিৎসাও করছেন।’’

Advertisement

বহরমপুরের বক্ষরোগ বিশেষজ্ঞ জয়দীপ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘কোভিড থেকে সুস্থ হলেও অনেকের শরীরের তার ছাপ রেখে গিয়েছে। তবে চিকিৎসার ফলে সে সব রোগও কমছে।’’

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের প্রধান রঞ্জন ভট্টাচার্য জানান, সুদূরপ্রসারী ফলে দেখা গিয়েছে ‘পোস্ট কোভিড ফ্যাটিগ’। এক দিকে যেমন শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে, তেমনই মানসিক ক্লান্তি, স্নায়ুদৌর্বল্য, উদ্বেগ-উৎকণ্ঠা, হতাশা-মানসিক অবসাদ বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তাই দেখা দিয়েছে 'মেন্টাল হেল্থ সুনামি'।’’

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আমানুল হক জানাচ্ছেন, কিছু যুবক, কম বয়সি, কায়িক পরিশ্রম করেন এমন মানুষের হার্ট অ্যাটাক লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দাবি, ‘‘কোভিডের সঙ্গে হার্ট অ্যাটাকের একটি সম্পর্ক দেখা যাচ্ছে।’’ তিনি জানান, দেখা যাচ্ছে কম উপসর্গযুক্ত, উপসর্গহীন বা ডায়াগনেসিস হয়নি এমন রোগীর হার্টের উপরে প্রভাব পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন