Arrest

তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার পর ব্ল্যাকমেল! নদিয়ায় গ্রেফতার ‘প্রেমিক’

ওই যুবতী অন্ধ্রপ্রদেশের একটি নার্সিং কলেজ থেকে পাশ করেছেন। সমাজমাধ্যমেই ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ। যুবতীর অভিযোগের ভিত্তিতেই ধৃতের তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:১১
Share:

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে যোগাযোগ। সেখান থেকে প্রেম। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাস। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ক্যামেরাবন্দি করে রাখা ফোনে। তার পরেই শুরু হয় ব্ল্যাকমেল। শেষে বিয়েতেও বেঁকে বসে যুবক। শুধু তা-ই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নদিয়ার এই ঘটনায় অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ওই যুবতী অন্ধ্রপ্রদেশের একটি নার্সিং কলেজ থেকে পাশ করেছেন। সমাজমাধ্যমেই ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ। যুবতীর অভিযোগের ভিত্তিতেই ধৃতের তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও অভিযুক্তকে এক বার থানায় ডেকে সতর্ক করা হয়েছিল। তাতেও কাজ না হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগকারিণী বলেন, ‘‘আমায় ব্ল্যাকমেল করছিল। বাধ্য হয়ে আমি থানায় এফআইআর করি। পুলিশের কাছে যাবতীয় নথি জমা দিয়েছি। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement