Extra Marital Affair

স্ত্রীকে ডিভোর্স দিতে চাপ প্রেমিকার, অশান্তিতে আত্মহত্যা মুর্শিদাবাদের সিভিক ভলান্টিয়ারের!

পরিবার সূত্রেই জানা যাচ্ছে, কয়েক বছর ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ভিকি রজক। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। প্রেমিকাও বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শমসেরগঞ্জ শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩০
Share:

—প্রতীকী চিত্র।

বন্ধ ঘর থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের শমসেরগঞ্জ এলাকায়। সোমবার সকালে গলায় গামছা জড়ানো অবস্থায় ঘরের সিলিং ফ্যান থেকে যুবকের দেহ ঝুলতে দেখেন বাড়ির লোকজন। ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দীর্ঘদিন যাবৎ স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল ওই সিভিক ভলেন্টিয়ারের। বিয়ে করার জন্য প্রেমিকের এই আত্মহত্যা বলে দাবি পরিবারের। দেহ ময়নাতদন্ত পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভিকি রজক। পেশায় সিভিক ভলান্টিয়ার তিনি। ২০১৫ সালে তাঁর বিয়ে হয়। পরিবার সূত্রেই জানা যাচ্ছে, কয়েক বছর ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ভিকি। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। অশান্তি ছিল রোজকার। অন্য দিকে, প্রেমিকাও তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। জোর দিচ্ছিলেন যাতে বর্তমান স্ত্রীকে তিনি ডিভোর্স দেন। বেশ কিছু দিন ধরে এ নিয়ে মানসিক চাপে ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। সোমবার সকালে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছে পরিবার। মৃত সিভিক ভলান্টিয়ারের এক আত্মীয় প্রদীপ রজক বলেন, ‘‘স্ত্রীকে রেখে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিল ভিকি। ওই মেয়েটি একে বিয়ে করার জন্য নিয়মিত চাপ দিত। চাপ সহ্য করতে না পেরে মানসিক অবসাদে আত্মহত্যা করেছে ও।’’

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন