arrest

বিয়ে করতেই প্রাক্তন প্রেমিকের উপর ‘খাপ্পা’! নতুন জীবন শুরুর কয়েক দিনের মধ্যে গ্রেফতার যুবক

পেশায় কাপড় ব্যবসায়ী যুবকের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে কিছু দিন আগে। বিয়ের কয়েক দিন পরেই তাঁর বিরুদ্ধে নবদ্বীপ থানায় একটি অভিযোগ জমা পড়ে। যার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৯:৫৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কিছু দিন আগে ঘটা করে বিয়ে হয়েছে। তার পরেই প্রাক্তন প্রেমিকার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হলেন এক যুবক। নদিয়ার নবদ্বীপ পুরসভা এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হয়েছেন নববিবাহিত যুবক। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নবদ্বীপ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অচিন্ত্য মণ্ডল (নাম পরিবর্তিত)। পেশায় কাপড় ব্যবসায়ী ওই যুবকের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে কিছু দিন আগে। অন্য দিকে, বিয়ের কয়েক দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে নবদ্বীপ থানায় একটি অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয়, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন অচিন্ত্য। তার পর প্রেমিকাকে বিয়ে না করে অন্য এক জনকে বিয়ে করেছেন। বিশ্বাসভঙ্গ এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে যুবকের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২৬ মার্চ দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে অচিন্ত্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ির লোকজনের দাবি, অচিন্ত্যকে ফাঁসানো হয়েছে। আইনি লড়াই করবেন তাঁরা। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নিজে কোনও প্রতিক্রিয়া দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement