Arrested in POCSO Case in Nadia

প্রতিবেশী-কন্যাকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ, নদিয়ার তেহট্টে গ্রেফতার মাঝবয়সি ব্যক্তি

দিন কয়েক আগে প্রতিবেশীর কন্যাকে বাড়িতে ডেকেছিলেন অভিযুক্ত। তার পর পুকুরের ধারে ঝোপে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৩:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিবেশী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার মধ্যবয়স্ক এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটছে নদিয়ার তেহট্ট থানা এলাকায়।

Advertisement

অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে মাঝেমধ্যে নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যেতেন ওই ব্যক্তি। দিন কয়েক আগে একই রকম ভাবে তিনি প্রতিবেশীর কন্যাকে বাড়িতে ডেকেছিলেন। তার পর পুকুরের ধারে ঝোপে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করেন। নাবালিকা কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাড়ি পালিয়ে যায়। তার পর গোটা ঘটনার কথা পরিবারকে জানালে তার মা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের বয়স আনুমানিক ৫০ বছর। চাষবাস করেন তিনি। অভিযুক্তের বাড়ির ঠিক পাশের বাড়িতে থাকে মেয়েটি। প্রতিবেশী হওয়ার সুবাদে দুই বাড়ির লোকজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল। যাতায়াত রয়েছে পরস্পরের বাড়িতে। তার মধ্যে এমন একটি ঘটনায় বিস্তিত অন্যান্য প্রতিবেশীও। জানা যাচ্ছে, অভিযুক্তের পরিবারে স্ত্রী, সন্তান এবং পুত্রবধূ আছেন। অন্য দিকে, নাবালিকার মায়ের দাবি, নানা সময়ে তাঁর মেয়েকে ডেকে নিয়ে যেতেন মধ্যবয়স্ক ওই ব্যক্তি। কিন্তু যাঁকে পরিবারের সদস্যের মতো বিশ্বাস করেছেন, তিনিই তাঁর মেয়ের ‘বড় ক্ষতি’ করতে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘‘ঘটনার দিন বাড়ির পাশের একটি পুকুরের ধারে ঝোপে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে অসভ্যতা করেছে লোকটি। আমরা পুলিশকে জানিয়েছি। ওর শাস্তি চাই।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement