সিপিএমের ব্রিগ্রেড সমাবেশের দিনেই নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ‘মেগা বাইক র্যালি’র কর্মসূচি। সিপিএমের আশঙ্কা, পথ জুড়ে ওই র্যালি নামিয়ে বকলমে ব্রিগেডমুখী জনতাকে বাধা দেওয়াই লক্ষ্য সরকারের।
রবিবার, রানিনগরে সভায় এবং পরে বহরমপুরে সাংবাদিক সম্মেলনে সে দাবিই করে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলার দলীয় কর্মী-সমর্থকদের সড়ক পথে নদিয়া জেলার উপর দিয়ে কলকাতায় ব্রিগ্রেডের সভায় যেতে হবে। আর সে পথে বাধা দেওয়ার যড়যন্ত্র চলছে। এ জন্য নদিয়া জেলা জুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ পালন করছে প্রশাসন।’’
তিনি অভিযোগ করেন, যেহেতু তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনে বামেদের রণকৌশল ব্যাখ্যা করা হবে। তাই ভয় পেছে তৃণমূল। তাঁর কথায়, ‘‘ভয় পেয়েছে ওরা। তাই এই সব কৌশল নিচ্ছে। মনে রাখবেন, বিজেপি না তৃণমূল কে বেশি সাম্প্রদায়িক তা নিয়ে মোদি ও মমতার মধ্যে প্রতিযোগিতা চলছে।’’