Migrant Labour Death

তামিলনাড়ুতে নির্মানস্থলে মাটি চাপা পড়ে মৃত মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক

জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সেখানে পিলার বসানোর কাজ করতে নীচে নেমেছিলেন ওই তিন যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০০:১১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

শনিবার তামিলনড়ুতে নির্মাণস্থলে মাটির নীচে চাপা পড়ে মৃত বাংলার তিন পরিযায়ী শ্রমিক। মৃতেরা হলেন ওবায়দুর রহমান (২৫), নাজিবুল হক (৩৩) এবং হাবিল শেখ (৩৫)। তিন জনই মুর্শিদাবাদের বাসিন্দা।

Advertisement

সূত্রের খবর, ওই দিন বিকেলবেলায় তামিলনাড়ুর নীলগিরি জেলার কুন্নুর এলাকায় একটি বহুতল আবাসন নির্মাণের জন্যে ভিত তৈরির কাজ চলছিল। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সেখানে পিলার বসানোর কাজ করতে নীচে নেমেছিলেন ওই তিন যুবক। সেই সময় আচমকাই উপর থেকে আলগা মাটির ধসে পড়ে তাঁদের উপর। সঙ্গে সঙ্গে তাঁদের সহকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে তারা এসে ওই তিনজনকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর মুর্শিদাবাদে পৌঁছোতেই ভেঙে পড়েছেন ওই তিন যুবকের পরিজনেরা। ইতিমধ্যে সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement