ভোগান্তির আশঙ্কা উস্কে জেলায় ফের বাস ধর্মঘট

অতিরিক্ত টোল ও লাইসেন্সহীন গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে জেলাজুড়ে অনির্দিষ্ট কালের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা বাস মালিক সংগঠন। সংগঠনের দাবি, দীর্ঘ দিন ধরেই জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় এবং রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সহীন যানবাহন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:৩৫
Share:

অতিরিক্ত টোল ও লাইসেন্সহীন গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে জেলাজুড়ে অনির্দিষ্ট কালের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা বাস মালিক সংগঠন। সংগঠনের দাবি, দীর্ঘ দিন ধরেই জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় এবং রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সহীন যানবাহন। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বাস মালিকেরা। প্রশাসনকে বারবার বলেও কোনও ফল হয়নি। আগে সংগঠন বাস বন্ধের সিদ্ধান্ত নিলেও জেলায় মুখ্যমন্ত্রীর সফরের জন্য তা পিছিয়ে যায়। সংগঠনের জেলা সম্পাদক তপন আধিকারী বলেন, ‘‘আগেও আমরা বাস বন্ধ রেখেছিলাম। সে সময় প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি। তাই ফের বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

তিনি বলেন, ‘‘পলসন্ডা রুটের বাসগুলিকে ৬ থেকে ৭ কিমি জাতীয় সড়ক ব্যবহার করায় প্রতিদিন ৩৭০-৫০০ টাকা টোল দিতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম ওই রাস্তার বাসগুলিকে কিছুটা টোল ছাড় দেওয়া জন্য। কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করেনি।’’

তিনি জানান, রাস্তায় লাইসেন্সছোট গাড়ি ম্যজিক, মোটরচালিত ভ্যান চললেও প্রশাসন কোনও ব্যবস্থা নিতে পারছে না। ফলে ক্ষতির সামনে পড়তে হচ্ছে বাস মালিকদের। লাভ তো দূরের কথা ভর্তুকি দিয়ে কর্মীদের মাইনে গুনতে হচ্ছে। জেলার এক বাস মালিক মাফিজুল ইসলাম বলেন, ‘‘ বহরমপুর থেকে জয়পুর যেতে মাত্র সাড়ে ৬ কিমি জাতীয় সড়ক ব্যবহার করতে হয়। অথচ আমাদের তার জন্য দিত হয় ১২৫ টাকা করে। চারবারের এক সঙ্গে টোলট্যাক্স দিলে পড়ে ৩৭০ টাকা। আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম ওই টোলে কিছুটা ছাড় দেওয়া হোক। কিন্তু সে কথায় কেউ কান দেয়নি।’’ এ নিয়ে জেলাশাসক ওয়াই রন্তাকর রাওয়ের প্রতিক্রিয়া জানতে কয়েকবার ফোন করেও তিনি ফোন ধরেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন