Mosharaf

দিদির বৈঠকে মধু, নেই হুমায়ুন

এ দিন জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনিও ডাক পাওয়ার পরে দিদির নির্দেশই শিরোধার্য করছেন মধু।

Advertisement

বিদ্যুৎ মৈত্র 

বহরমপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০১:৫৩
Share:

—ফাইল চিত্র।

দিদির বৈঠকে ডাক পেলেন ‘দাদার অনুগামী’। দুদিন আগেও তাঁর রাজনৈতিক ‘গুরু’ হিসেবে যে নাম তিনি অহরহ উচ্চারণ করতেন, সে সব ভুলে, শুক্রবার দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক সেরে মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেন, “দিদি যা নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব।”

Advertisement

মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতম অনুগামী হিসেবে পরিচিত মোশারফ ওরফে মধুর দিনকয়েক আগেও বার্তা ছিল ‘দাদা যা বলবেন তাই করব।’

এ দিন জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনিও ডাক পাওয়ার পরে দিদির নির্দেশই শিরোধার্য করছেন মধু। তবে তৃণমূলের অন্দরের খবর শুধু মোশারফ নয় শুভেন্দু ঘনিষ্ঠ অন্য অনুগামীদেরও ওই বৈঠকে যোগ দেওয়ার সুযোগ করে দিয়ে তাঁদের দলত্যাগে পাঁচিল তুলতে চাইছে দল! জেলা তৃণমূলের চার কো-অর্ডিনেটর, সভাপতি, চেয়ারম্যান-সহ প্রায় শ’খানেক নেতা ওই বৈঠকে যোগ দেন। দলীয় সূত্রে জানা গিয়েছে প্রাথমিক ভাবে সেই তালিকায় মধু কিংবা শুভেন্দু অনুগামীদের জায়গা হয়নি। পরে অবশ্য তাদের বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক পাঠানো হয়।

Advertisement

দলের এক জেলা নেতা বলেন, “ মধু এবং তাঁর সাঙ্গেপাঙ্গদের দলত্যাগ সামাল দিতেই বৈঠকে ডাকা হয়েছিল। বৈঠক শেষে মধু বলেন, ""আমাকে যা দায়িত্ব দেওয়া হবে তাই পালন করব।”

তবে এদিনের বৈঠকে লিঙ্ক পঠানো হয়নি বিজেপি ফেরত দলের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকে। হুমায়ূন নিজেও বলেন, “ আমি কোন লিঙ্ক পাইনি। ” বেলডাঙার বিধায়ক রবিউল আলম হুমায়ূনের ঘোর বিরোধী বলে পরিচিত। তিনি অবশ্য এ দিনের বৈঠকে ডাক পেয়েছেন। জেলা সভাপতি আবু তাহের খান অবশ্য সেসব বিতর্ক মুছে দিয়ে বলেন, “ দলে কোন বিদ্রোহ বা বিভেদ নেই দিদির ঘোষিত কর্মসূচি পালন করাই আমাদের লক্ষ্য।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন