শান্তিপুর স্টেশন থেকে হোমে ঠাঁই মা-শিশুর

পাচারকারী সন্দেহে এক মহিলাকে চার দিনের শিশু-সহ পুলিশের হাতে তুলে দিয়েছিল শান্তিপুর স্টেশন সংলগ্ল লোকজন। পরে প্রাথমিক তদন্তে পুলিশ অবশ্য জানতে পারে, শিশুটি ওই মহিলারই সন্তান। তবে আইনি কারণে শিশু ও তার মাকে নদিয়া ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
কৃষ্ণনগর  শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

পাচারকারী সন্দেহে এক মহিলাকে চার দিনের শিশু-সহ পুলিশের হাতে তুলে দিয়েছিল শান্তিপুর স্টেশন সংলগ্ল লোকজন। পরে প্রাথমিক তদন্তে পুলিশ অবশ্য জানতে পারে, শিশুটি ওই মহিলারই সন্তান। তবে আইনি কারণে শিশু ও তার মাকে নদিয়া ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার চাইল্ড লাইনের কর্মীরা তাঁকে শান্তিপুর থানা থেকে কৃষ্ণনগরের হোমে নিয়ে আসে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ওই মহিলার বাড়ি জগদ্দল থানার শ্যামনগর এলাকায়। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। দিন চারেক আগে তিনি ভাটপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে কন্যা সন্তান প্রসব করেন। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রবিবার তিনি শান্তিপুরে তাঁরই এক সহকর্মীর বাড়িতে আসেন কিছু দিন থাকার জন্য। কিন্তু স্টেশনে ঠিক মতো ঠিকানা বলতে না পারায়, টোটো চালকদের সন্দেহ হয়। তাঁরাই পুলিশকে খবর দেন। মহিলার অনেক কথাই অসংলগ্ন বলে জানিয়েছে চাইল্ড লাইনের কর্মীরা। সিডব্লিউসি-র চেয়ারম্যান রীনা মুখোপাধ্যায় বলেন, “সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন