Death Case

ক্রিকেট না সিরিয়াল? টিভির রিমোট দখল নিয়ে ‘যুদ্ধে’ হেরে ফরাক্কায় আত্মঘাতী নাবালক!

পরিবার সূত্রের খবর, মৃতের নাম বিট্টু কর্মকার। ১৭ বছরের বিট্টু মঙ্গলবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৬:৩৯
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

টিভিতে চ্যাম্পিয়ান্স ট্রফির ম্যাচ না কি সিরিয়াল দেখা হবে, এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। সেই তর্কে হেরে আত্মঘাতী হল বাড়ির এক সদস্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রের খবর, মৃতের নাম বিট্টু কর্মকার। ১৭ বছরের বিট্টু মঙ্গলবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে শমসেরগঞ্জের জিয়াতকুণ্ডু এলাকায় বাড়িতে বসে টিভিতে খেলা দেখছিল বিট্টু। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট বিট্টু। হঠাৎ বাড়ির এক পক্ষ চায় খেলা দেখতে। অন্য পক্ষ সিরিয়াল দেখবে বলে জানায়। বিট্টু ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখার পক্ষে। শুরু হয় বিবাদ।

রিমোট হস্তান্তর নিয়ে তর্ক বাধে। এক পর্যায়ে গিয়ে বিট্টু ঘরের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। বেশি ক্ষণ দরজা না খোলায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের বড়রা। শেষমেশ দরজা ভাঙা হয়। ঘরে ঢুকতে দেখা যায়, সিলিং ফ্যানে দড়ি বেঁধে ঝুলছে বিট্টু। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা বিট্টুকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার শমসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে। বিট্টুর আত্মহত্যার পিছনে টিভি দেখা নিয়ে গোলমাল কারণ বলে জানিয়েছে পুলিশ। বাড়ির ছোট ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে কর্মকার পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement