ফুটবলে মেতে নবদ্বীপ

মাঠে মাঠে এখন শুধুই ফুটবল। ২৩ জুলাই থেকে শুরু হয়েছে নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় জুনিয়ার ডিভিসন ফুটবল লিগ। তার পাশাপাশি গত ১ অগস্ট থেকে শুরু হয়েছে ইন্টার স্কুল জোনাল ফুটবল প্রতিযোগিতা। পরিচালনায় নবদ্বীপ জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:২৭
Share:

মাঠে মাঠে এখন শুধুই ফুটবল। ২৩ জুলাই থেকে শুরু হয়েছে নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় জুনিয়ার ডিভিসন ফুটবল লিগ। তার পাশাপাশি গত ১ অগস্ট থেকে শুরু হয়েছে ইন্টার স্কুল জোনাল ফুটবল প্রতিযোগিতা। পরিচালনায় নবদ্বীপ জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস।

Advertisement

নবদ্বীপ পুরএলাকা এবং ব্লকের মোট দশটি হাইস্কুল এই আন্তঃস্কুল নকআউট ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। পুরএলাকার স্কুলগুলির মধ্যে রয়েছে হিন্দু স্কুল, বকুলতলা উচ্চ বিদ্যালয়, শিক্ষামন্দির, আর সিবি সারস্বত মন্দির, জাতীয় বিদ্যালয় এবং শ্রীগৌরাঙ্গ বিদ্যাপীঠ। অন্যদিকে ব্লক থেকে যোগ দেওয়া স্কুলের মধ্যে আছে বাবলারি রামসুন্দর উচ্চ বিদ্যালয়, বামুনপুকুর উচ্চ বিদ্যালয়, মায়াপুর ঠাকুর ভক্তিবিনোদ ইন্সটিটিউট, ফকিরডাঙা উচ্চ বিদ্যালয়।

ইতিমধ্যে স্কুল ফুটবলের চারটি খেলা হয়ে গিয়েছে। প্রথম খেলায় টাইব্রেকারে নবদ্বীপ শিক্ষামন্দির ৪-১ গোলে হারিয়ে দিয়েছে সারস্বত মন্দিরকে। দ্বিতীয় খেলায় বাবলারি রামসুন্দর ২-০ গোলে হারিয়ে দিয়েছে নবদ্বীপ হিন্দু স্কুলকে। তৃতীয় খেলায় বামুনপুকুর উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মায়াপুর ঠাকুর ভক্তিবিনোদ ইন্সটিটিউটকে। বৃহস্পতিবারের খেলায় জাতীয় বিদ্যালয় ১-০ গোলে হারিয়ে দিয়েছে গৌরাঙ্গ বিদ্যাপীঠকে।

Advertisement

কাউন্সিলের নবদ্বীপের জোনের সম্পাদক বঙ্কিম অধিকারী জানান, জোনের খেলায় শীর্ষ স্থানাধিকারী দু’টি দল যাবে সাব ডিভিশন স্তরের প্রতিযোগিতায়। চূড়ান্ত পর্যায়ে জেলা থেকে একটি করে দল গঠন করে রাজ্য স্তরে স্কুল ফুটবল প্রতিযোগিতা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement