ফুটবল জ্বরে কাঁপছে খেলা পাগল নবদ্বীপ

ফুটবল ঘিরে ফের উত্তেজনায় ফুটছে নবদ্বীপ। শ্রাবণের সূর্য পশ্চিমে ঢলতে না ঢলতে বৃষ্টিতে পা ভিজিয়ে মাঠে ভিড় জমাচ্ছেন দর্শককূল। সাইড লাইনের ধারে খেলোয়াড়-ক্লাবকর্তাদের সেই চেনা জটলা, গোলের জন্য গলা ফাটানো, রেফারির বাঁশি— এসব নিয়েই নদিয়া ডিস্ট্রিক্ট জুনিয়র ফুটবল লিগের ২০১৬-১৭ মরসুমে নবদ্বীপ জোনের খেলা জমে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০২:৪৭
Share:

চলছে ফুটবল লিগ। — নিজস্ব চিত্র

ফুটবল ঘিরে ফের উত্তেজনায় ফুটছে নবদ্বীপ। শ্রাবণের সূর্য পশ্চিমে ঢলতে না ঢলতে বৃষ্টিতে পা ভিজিয়ে মাঠে ভিড় জমাচ্ছেন দর্শককূল। সাইড লাইনের ধারে খেলোয়াড়-ক্লাবকর্তাদের সেই চেনা জটলা, গোলের জন্য গলা ফাটানো, রেফারির বাঁশি— এসব নিয়েই নদিয়া ডিস্ট্রিক্ট জুনিয়র ফুটবল লিগের ২০১৬-১৭ মরসুমে নবদ্বীপ জোনের খেলা জমে উঠেছে। পরিচালনায় নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থা।

Advertisement

গত ২৩ জুলাই থেকে নবদ্বীপের মোট তেরোটি ক্লাব নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ জুনিয়র ডিভিশন ফুটবল লিগ। দু’টি পর্বে বিভক্ত জুনিয়র লিগে তেরোটি দলকে দু’টি গ্রুপে ভাগ করে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের লিগের খেলা। গ্রুপ ‘এ’ তে রয়েছে সাতটি ক্লাব এবং গ্রুপ ‘বি’তে ছয়টি ক্লাব। প্রাথমিক লিগে দু’টি গ্রুপ মিলিয়ে মোট ৩৬টি ম্যাচ খেলা হবে। আগামী ২৯ অগস্ট শেষ হবে প্রাথমিক লিগ। তারপর দুই গ্রুপের প্রথম দু’টি দলকে নিয়ে হবে চুড়ান্ত পর্যায়ে সুপার লিগ। ৫ থেকে ১২ সেপ্টেম্বর হবে সুপার লিগের খেলা। সুপার লিগের দলগুলিকে আরও ছয়টি ম্যাচ
খেলতে হবে।

এ বারে জুনিয়ার ডিভিশনে খেলছে মোট তেরোটি ক্লাব। বড়ালঘাট স্পোর্টিং, নির্ভীক সমিতি, অ্যাথলেটিক ক্লাব, আজাদ হিন্দ ক্লাব, নদিয়া ক্লাব, মিলন সঙ্ঘ, কল্যাণ সমিতি, রয়েল ক্লাব, প্রতাপনগর তরুণ সঙ্ঘ, সেবক সমিতি, কর্মমন্দির, উদয়ন সঙ্ঘ এবং চরকাষ্ঠশালী রানার স্টাফ।

Advertisement

উল্লেখ্য, এক মরসুম বন্ধ থাকার পর গত ১৮ জুন থেকে নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় নবদ্বীপ ফুটবল লিগের ২০১৬-১৭ মরসুমের সূচনা হয়েছে সাব-জুনিয়র লিগের খেলা দিয়ে। গত বছর অর্থাৎ ২০১৫-১৬ মরসুমে বন্যা কবলিত নবদ্বীপে ফুটবল লিগ হয়নি। বানভাসি শহরে বেশির ভাগ ফুটবল মাঠগুলি এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন ফুটবল মাঠে জল জমে থাকার ফলে নবদ্বীপে কোনও মাঠই খেলার উপযুক্ত ছিল না। আক্ষরিক অর্থেই বানের জলে ভেসে গিয়েছিল নবদ্বীপের ফুটবল লিগ।

যদিও এর কয়েক মাস পরেই নবদ্বীপ মেতে উঠেছিল শহরের নতুন পার্বণ ‘সকার কাপ’ নিয়ে। গত বছর দুয়েক ধরেই পুরসভার পরিচালনায় সকার কাপ নিয়ে বিভিন্ন ক্লাবের তৎপরতা লক্ষ্যণীয় ভাবে বেড়ে চলেছে। ময়দানের সকার কাপ উঠে এসেছে চায়ের দোকান থেকে পাড়ার মোড়ের অলস আড্ডায়। অর্থে জৌলুসে
চোখ ধাঁধানো একমাস ব্যাপী সে এক দুর্দান্ত ফুটবল উৎসব। অথচ ঘরোয়া ফুটবল লিগে টিম করতে গিয়ে পয়সার অভাবে হিমসিম খাচ্ছে বেশির ভাগ ক্লাব। সঙ্গত ভাবেই প্রশ্ন উঠছে তবে কি ফুটবলের ভাল মন্দের থেকেও ফুটবলের হুজুগে মাতামাতিতেই উৎসাহ বাড়ছে? না হলে যে নবদ্বীপে সকার কাপ নিয়ে উত্তাল হয়ে ওঠে। কলকাতা মাঠের বিদেশি ফুটবলার এনে হাজার হাজার টাকা খরচ করে নাওয়া-খাওয়া ভোলে। ছুটির দিনে নবদ্বীপে সেই লিগের ফুটবল দেখতে উপচে পড়ছে মাঠ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement