এ বার লক্ষ্য পঞ্চায়েত ভোট, বার্তা শুভেন্দুর

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা দখলই তৃণমূলের লক্ষ্য। রবিবার রঘুনাথগঞ্জে এক অনুষ্ঠানে এসে একথা জানিয়ে দিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০১:১২
Share:

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা দখলই তৃণমূলের লক্ষ্য। রবিবার রঘুনাথগঞ্জে এক অনুষ্ঠানে এসে একথা জানিয়ে দিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এই প্রথম মুর্শিদাবাদে কোনও সভায় এলেন তিনি। রঘুনাথগঞ্জের মিঞাপুরে এদিনের সভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন, শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনও।

২০১৪ সালের লোকসভা ভোটে জেলায় বিপর্যয়ের পরে মান্নান হোসেন সহ অনেক প্রতিষ্ঠিত নেতা তৃণমূলে এসেছেন। এসেছেন জাকিরও। তাঁদের হাত ধরে একাধিক গ্রাম পঞ্চায়েত আমাদের হাতে এসেছে। দলের সংগঠন শক্তিশালী হতে শুরু করে।

Advertisement

শুভেন্দু বলেন, ‘‘গত বছর জুন মাস থেকে লাগাতার এ জেলায় এসেছি আমি। বিধানসভায় চারটি আসন পাওয়াটাই তাই আমার কাছে বড় কথা নয়। দলের প্রাপ্ত ভোটকে ১৮ শতাংশ থেকে ৩১.৯ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, এটাই মুর্শিদাবাদে বড় প্রাপ্তি আমাদের কাছে।” শুভেন্দু মনে করেন,
জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তার জন্য বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে কর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন