Hospital

‘চিকিৎসায় দেরি’! কান্দি মহকুমা হাসপাতালে নার্সিং কর্মীকে হেনস্থার অভিযোগ

কান্দি মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অভিক দাস জানান, এই ধরনের ঘটনা অনভিপ্রেত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

কান্দি মহকুমা হাসপাতালে নার্সিং কর্মীকে হেনস্থা এবং হাসপাতালের সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় পুলিশ। শুরু করে তদন্ত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খরগ্রাম থানার বালিয়া হাট এলাকার বাসিন্দা মজাম শেখ নামে এক ব্যক্তি বুকে ব্যথা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় দেরি হয়েছে। তাঁরা নার্সিং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কান্দি মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অভিক দাস বলেন, ‘‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত। চিকিৎসা চলাকালীন রোগীর আত্মীয়-স্বজন যে ভাবে একজন নার্সিং কর্মীকে হেনস্থা করেছেন, সেটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement