Gold Seized

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত দেড় কোটি টাকার সোনা

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকাআর দু’টি বাঁশবাগানে পৌঁছে যায় বিএসএফ। সীমান্তের কাঁটাতার পার করে বাংলাদেশের দিক থেকে সন্দেহজনক কিছু ছুঁড়ে ফেলা হয়। এক ব্যক্তিকে সেই দিকেই এগিয়ে আসতে দেখেন জওয়ানেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৮
Share:

বাজেয়াপ্ত হওয়া সোনার ওজন ১.৭৪৫ কেজি, যার দাম দেড় কোটি টাকারও বেশি। —নিজস্ব চিত্র।

সীমান্তে ফের বড় সাফল্য বিএসএফের। সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীন নদিয়ার সীমান্ত চৌকি বনপুর ৩২ ব্যাটালিয়নের জওয়ানেরা চারটি বার, পাঁচটি সোনার বিস্কুট, একটি ছোট টুকরো বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। বিএসএফ সূত্রে খবর, চোরাকারবারীরা সোনাগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনার ওজন ১.৭৪৫ কেজি। যার দাম দেড় কোটি টাকারও বেশি।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকাআর দু’টি বাঁশবাগানে পৌঁছে যায় বিএসএফ। সীমান্তের কাঁটাতার পার করে বাংলাদেশের দিক থেকে সন্দেহজনক কিছু ছুঁড়ে ফেলা হয়। এক ব্যক্তিকে সেই দিকেই এগিয়ে আসতে দেখেন জওয়ানেরা। কাঁটাতারের খুব কাছে চলে এলে জওয়ানেরা তাঁকে ধরার চেষ্টা করেন। পাল্টা আক্রমণের চেষ্টা চালান পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিএসএফের কর্তব্যরত জওয়ানেরা প্যালেট গান থেকে শূন্যে এক রাউন্ড গুলি চালান। নিজের প্রাণ বাঁচাতে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পিছু ধাওয়া করে ওই পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। কর্তব্যরত জওয়ানেরা ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিস শুল্ক দফতরের হাতে তুলে দেন।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পাণ্ডে বলেন, ‘‘চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা তার বড় প্রমাণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement