Lightning

রঘুনাথগঞ্জের মাঠে বাচ্চাদের ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছিলেন, বাজ পড়ে মৃত যুবক

মঙ্গলবার বিকেলে রাঘুনাথগঞ্জের বাঘা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় মালদহের জয়ন্তের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জয়ন্ত তাঁর জামাইবাবুর সঙ্গে মালদহ থেকে মুর্শিদাবাদ জেলার কানুপুর পঞ্চায়েতের অন্তর্গত বাঘার গ্রামে এসেছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ২২:৫৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় মঙ্গলবার বিকেলে ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও এক জন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাবিরুল শেখ, জয়ন্ত রায়। সাবিরুলের বয়স ৩৮ বছর। জয়ন্তের বয়স ২৬ বছর। সাবিরুল রঘুনাথগঞ্জের মহম্মদপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও সাবিরুল এলাকার বাচ্চাদের জোতকমল স্পোর্টিং ক্লাবের ময়দানে ফুটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছিলেন। এই সময়ে আকাশ কালো করে ঝড়বৃষ্টি শুরু হয়। সাবিরুল শিশুদেকর মাঠ থেকে সরে যেতে বলেন। এর পরে তিনি নিজে একটি গাছের নীচে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। তখনই বাজ পড়ে সংজ্ঞা হারান তিনি। স্থানীয়েরা তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেলে রাঘুনাথগঞ্জের বাঘা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় মালদহের জয়ন্তের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জয়ন্ত তাঁর জামাইবাবুর সঙ্গে মালদহ থেকে মুর্শিদাবাদ জেলার কানুপুর পঞ্চায়েতের অন্তর্গত বাঘার গ্রামে এসেছিলেন। সেখানে তাঁরা একটি বড় বিল পাহারা দেওয়ার কাজ করতেন। ঝড়বৃষ্টির সময়ে জয়ন্ত এবং সমর একটি সাইকেলে চেপে বিলের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে ওই এলাকায় বাজ পড়ে জখম হন জয়ন্ত এবং সমর। দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জয়ন্তকে মৃত বলে ঘোষণা করেন। সমর হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement