প্রধানের ইস্তফা

ইস্তফা দিলেন খেজুরি-১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান লীলা সাউ। মঙ্গলবার বিডিও সৌম্যজিৎ দত্তর কাছে প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ব্লক তৃণমূল নেতৃত্বের সঙ্গে বোঝাপড়ার অভাবে কাজ করতে অসুবিধা হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০১:০৪
Share:

ইস্তফা দিলেন খেজুরি-১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান লীলা সাউ। মঙ্গলবার বিডিও সৌম্যজিৎ দত্তর কাছে প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ব্লক তৃণমূল নেতৃত্বের সঙ্গে বোঝাপড়ার অভাবে কাজ করতে অসুবিধা হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। যদিও তৃণমূলের খেজুরি-১ ব্লক সভাপতি সত্যরঞ্জন বেরা জানান, “বীরবন্দর পঞ্চায়েতের প্রধান হিসেবে কাজ চালাতে অসুবিধা হচ্ছে এমন কোনও অভিযোগ লীলাদেবী দলের ব্লক নেতৃত্বের কাছে জানাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement