Arrest

অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকার ব্যাঙ্ক জালিয়াতি, পলাশিপাড়ায় গ্রেফতার দু’জন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা লোপাটের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন কাঞ্চন বিশ্বাস (ওরফে যতন) এবং কাজল মণ্ডল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:২৬
Share:

—প্রতীকী চিত্র।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা লোপাটের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন কাঞ্চন বিশ্বাস (ওরফে যতন) এবং কাজল মণ্ডল। আদালতে তাঁদের পেশ করা হলে বিচারক কাঞ্চনকে আট দিন ও কাজলকে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

ঘটনাটি পলাশীপাড়া থানার চড়কপোতা এলাকার। অভিযোগ, ২০২২ সালে ফিরোজা বিবির ছেলে আব্দুল আজিজ মণ্ডলকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাঞ্চন ও তাঁর সহযোগীরা তাঁকে ব্যাঙ্কে নিয়ে যান। সেখানে আধার কার্ড, বাবার নাম ও অন্যান্য তথ্য ব্যবহার করে কিছু কাগজে সই করিয়ে ১০ লক্ষ টাকা ঋণ তোলা হয়। আব্দুল আজিজের মৃত্যুর পর ঋণ পরিশোধের নোটিশ পেয়ে ফিরোজা বিবি ব্যাঙ্কে যোগাযোগ করেন এবং ছেলের নামে ঋণ তোলার বিষয়টি জানতে পারেন। এর পর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশের তদন্তে ধরা পড়েন কাঞ্চন ও কাজল। তাঁদের জেরা করে এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগের তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement