ধৃত আরও তিন

আড়ংঘাটা-কাণ্ডে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠুন বিশ্বাস, তাঁর ভাই টুটুন এবং জয়দেব প্রমাণিক। ধৃত তিন জনেরই এফআইআর-এ নাম রয়েছে। এর আগে ওই ঘটনায় মিঠুনের বাবা মন্টু ওরফে মলয় বিশ্বাস সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:০৩
Share:

আড়ংঘাটা-কাণ্ডে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠুন বিশ্বাস, তাঁর ভাই টুটুন এবং জয়দেব প্রমাণিক। ধৃত তিন জনেরই এফআইআর-এ নাম রয়েছে। এর আগে ওই ঘটনায় মিঠুনের বাবা মন্টু ওরফে মলয় বিশ্বাস সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছিল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল সাত। শনিবার রাতে দীঘার একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকে ওই তিন অভিযুক্ত পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গত সোমবার রাতে ধানতলার আড়ংঘাটায় তৃণমূল পার্টি অফিসে বসে সভা করছিলেন অঞ্চলের কোর কমিটির সদস্যরা। সেই সময় আট ন’জন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement