জঙ্গিপুরে ধৃত দুই বাংলাদেশি

দুই বাংলাদেশি যুবককে শনিবার বিকেলে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতেরা হল আতাউর রহমান ও সরিফুল ইসলাম। এদের সঙ্গে থাকা আরও ৫ জন যুবক অবশ্য এলাকাতেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০১:১৬
Share:

দুই বাংলাদেশি যুবককে শনিবার বিকেলে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতেরা হল আতাউর রহমান ও সরিফুল ইসলাম। এদের সঙ্গে থাকা আরও ৫ জন যুবক অবশ্য এলাকাতেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের সুন্দরপুর উপজেলার বাগডানা গ্রামে। পুলিশের কাছে ধৃতেরা অবশ্য জানিয়েছে, তারা ভারতে নেহাতই বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার রাতে তারা বাংলাদেশের বাকচাঁদ ঘাটে নৌকোয় চাপে। পরে জঙ্গিপুরের একটি চরের ঘাটে নামে তারা সকলেই। মতিউর রহমান নামে চরেরই এক দালালের কাছে ১ হাজার টাকা করে দিতে হয় তাদের। সেই তাদের জঙ্গিপুরে পৌঁছে দেয়। ধৃতেরা জানায়, জঙ্গিপুরের মহম্মদপুরে এক বাড়িতে তারা দু’দিন ছিল। সেখান থেকে শনিবার বিকেলে উমরপুরে যাচ্ছিল। তখনই রঘুনাথগঞ্জ ফুলতলায় তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। কিন্তু তাদের বাকি ৫ সঙ্গী কোথায় তারা তা জানাতে পারেনি। সঙ্গীদের নামধামও তারা বলতে পারেনি পুলিশের কাছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন